1. ” ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ” – এখানে ‘চিকুর’ বলতে বোঝানো হয়েছে –
A) আকাশকে B) বিদ্যুৎকে
C) বাতাসকে D) চুলকে
2. ” এ যে শূল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো।” – উক্তিটির বক্তা কে ?
A) রাজশ্যালক B) জানুক
C) সূচক D) ধীবর
3. “এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন।” — তিনি হলেন
A) ইলিয়াস B) ইলিয়াসের স্ত্রী
C) মহম্মদ শা D) অতিথি
4. ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশটি বাংলায় তরজমা করেছেন-
A) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
B) নবারুণ ভট্টাচার্য
C) সত্যনারায়ণ চক্রবর্তী
D) মণীন্দ্র দত্ত
5. “যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি”
A) মমতা B) স্নেহ
C) ক্ষমা D) ভালোবাসা
6. “আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব”- কেন ?
A) ইংরেজি চর্চা উঠিয়ে দিলে
B) আরবি-ফার্সি চর্চা উঠিয়ে দিলে
C) হিন্দি চর্চা উঠিয়ে দিলে
D) সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে
7. জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন –
A) এক হাজার টাকা
B) পাঁচশো টাকা
C) একশো এক টাকা
D) একশো টাকা
8. উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো –
A) পনেরো আনায়
B) বারো আনায়
C) ষোলো আনায়
D) দশ আনায়
9. ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো —
A) বছর পাঁচেকের
B) বছর আষ্টেকের
C) বছর দশেকের
D) বছর বারোর
10. “যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল” — কী ছড়িয়ে রইল ?
A) পায়ের দাগ
B) কাঠকয়লা
C) গোলাপি গাছ
D) প্রাচীন জলতরঙ্গ
11. “সে জুলুম হইতে রক্ষা পাইলাম” – কোন জুলুমের কথা বলা হয়েছে ?
A) গরমের জ্বালা
B) প্রচণ্ড শীত
C) ছিনে জোঁকের উৎপাত
D) কোনোটিই নয়
12. প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কে বিদ্রুপ করে ?
A) ঢেউ B) স্রোত
C) নৌকা D) সমুদ্র
13. ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কীসের মৃদু ঘ্রাণের কথা বলা হয়েছে ?
A) লাল লাল বটের ফল
B) কিশোরের পায়ে দলা মুথা ঘাস
C) কিশোরীর চাল ধোওয়া হাত
D) চাঁদা-সরপুঁটি
14. ‘আবহমান’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ?
A) নীল নির্জন
B) অন্ধকার বারান্দা
C) উলঙ্গ রাজা
D) কলকাতার যীশু
15. ‘ভাঙার গান’ কবিতায় কার ফাঁসি পরার কথা বলা হয়েছে ?
A) কবির
B) বিপ্লবীদের
C) ভগবানের
D) ইংরেজ সরকারের
16. মিসেস বুলের বয়স কত ?
A) ৪০ বছর B) ৫০ বছর
C) ৫২ বছর D) ৫৫ বছর
17. ” আমাদের শিশুদের শব / ছড়ানো রয়েছে “-
A) কাছে দূরে B) বহুদূরে
C) দূরে কাছে D) আশেপাশে
18. ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
A) ইন্দিরা B) সরমা
D) নিকষা D) প্রমিলা
19. “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন” তার পোশাকি নাম—
A) রিজার্ভার B) স্টাইলাস
C) পার্কার D) পাইলট
20. আদিম যুগে স্রষ্ঠার কার প্রতি অসন্তোষ ছিল ?
A) দয়াময় দেবতার প্রতি
B) কবির সংগীতের প্রতি
C) নিজের প্রতি
D) ধরিত্রীর প্রতি
21. ‘প্রণমিয়া ধাত্রীর চরণে’ — এই ধাত্রী হলেন-
A) সরমা B) প্রভাসা
C) দেবী লক্ষ্মী D) মন্দোদরী
22. ‘খেয়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
A) চিত্রা B) চৈতালী
C) মানসী D) সোনার তরী
23. “অট্টরোলের হট্টগোলে স্তব্ধ” –
A) মহাকাল B) চরাচর
C) গগনতল D) গিরিশিখর
24. সুপ্ত সন্তান-শিয়রে রুদ্যমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত।” – যে পাঠ্যাংশের অন্তর্গত –
A) সিরাজদ্দৌল্লা
B) পথের দাবী
C) বহুরূপী
D) নিরুদ্দেশ
25. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রাপ্ত পুঁথির প্রথম কয়টি পাতা পাওয়া যায় নি ?
A) একটি B) দুটি
C) পাঁচটি D) সাতটি
26. ‘অভিনব জয়দেব’ বলা হয়
A) বিদ্যাপতিকে
B) চণ্ডীদাসকে
C) গোবিন্দদাসকে
D) জ্ঞানদাসকে
27. ‘রূপ-লাগি-আঁখি ঝুরে গুণে মন ভর’ – পদটির রচয়িতা —
A) বিদ্যাপতি B) চণ্ডীদাস
C) গোবিন্দদাস D) জ্ঞানদাস
28. ঘনরাম চক্রবর্তীর উপাধি ছিল
A) কবিশেখর B) কবিরত্ন
C) কবিরাজ D) কবীন্দ্র
29. মহাভারতের আদি অনুবাদক
A) শ্রীকর নন্দী
B) কবীন্দ্র পরমেশ্বর
C) কাশীরাম দাস
D) নিত্যানন্দ ঘোষ
30. চর্যাপদের সর্বাধিক পদ যাঁর ভনিতাযুক্ত তাঁর নাম –
A) কাহ্ন পা B) ভুসুকু পা
C) সরহ পা D) লুই পা
31. “শীতের ওড়নি পিয়া গিরিষের বা
বরিষার ছত্র পিয়া দরিয়ার না।” – পদটির রচয়িতা
A) বিদ্যাপতি B) চণ্ডীদাস
C) গোবিন্দদাস D) জ্ঞানদাস
32. অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ?
A) বিদ্যাপতি B) চণ্ডীদাস
C) গোবিন্দদাস D) জ্ঞানদাস
33. “সই কেবা শুনাইল শ্যামনাম” – পদটি কোন পর্যায়ের ?
A) পূর্বরাগ
B) প্রেমবৈচিত্ত্য
C) অভিসার
D) আক্ষেপানুরাগ
34. ” শূন্য রস বাণ শশী শিয়রে মনসা আসি/ আদেশিলা রচিতে মঙ্গল” – এটি কোন কবির কালজ্ঞাপক উক্তি ?
A) বিজয়গুপ্ত
B) নারায়ণ দেব
C) বিপ্রদাস পিপলাই
D) কেতকাদাস ক্ষেমানন্দ
35. বিজয়গুপ্তের পদ্মাপুরাণ সর্বপ্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয়
A) কলকাতা থেকে
B) শ্রীরামপুর থেকে
C) বরিশাল থেকে
D) ঢাকা থেকে
36. মুকুন্দ চক্রবর্তীর গ্রাম্য পেশা ছিল
A) ব্যাবসা B) চাষবাস
C) যজমানি D) গুরুগিরি
37. “নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ” – যে গ্রন্থে সর্বপ্রথম শ্রীকৃষ্ণকে ‘প্রাণনাথ’ বলে উল্লেখ করা হয়েছে
A) শ্রীকৃষ্ণবিজয়
B) শ্রীরাম পাঁচালি
C) অভয়ামঙ্গল
D) অন্নদামঙ্গল
38. “বাঘের বিক্রম সহ মাঘের হিমানী” – উক্তিটি
A) মুকুন্দ চক্রবর্তীর
B) ঘনরাম চক্রবর্তীর
C) ভারতচন্দ্র রায়ের
D) মালাধর বসুর
39. অনুবাদ সাহিত্যের আদি কবি কে ?
A) কৃত্তিবাস ওঝা
B) কাশীরাম দাস
C) মালাধর বসু
D) কবীন্দ্র পরমেশ্বর
40. বাংলা ‘ই’ ও ‘উ’ দুটি ধ্বনিই –
A) নিম্ন B) বর্তুল
C) সংবৃত D) বিবৃত
41. কাক > কাগ – যে ধরনের ধ্বনিপরিবর্তন
A) ঘোষীভবন
B) অঘোষীভবন
C) অল্পপ্রাণিভবন
D) মহাপ্রাণিভবন
42. নাতিনী > নাতনী – এতে কী জাতীয় ধ্বনি পরিবর্তন হয়েছে ?
A) সম্প্রকর্ষ B) বিপ্রকর্ষ
C) স্বরসংগতি D) বর্ণবিকার
43. ও স্বরধ্বনি হল
A) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত
B) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত
C) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত
D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত
44. নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক?
A) সূক্তি=সূ+উক্তি
B) স্বল্প =স্ব +অল্প
C) স্বাগত=স্ব +আগত
D) স্বৈর =স্ব+ঈর
45. সঠিক সন্ধিবিচ্ছেদটি নির্বাচন করুন
A) অনূদিত = অনূ + উদিত
B) গায়ক = গৌ + অক
C) মহৌষধি = মহ + ওষধি
D) ততোধিক = ততঃ + অধিক
46. বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত –
A) দরদালান B) পাতিলেবু
C) হাভাতে D) ছিঁচকাঁদুনে
47. নীচের কোনটি শুদ্ধ
A) পোর্তুগিজ : চাবি, সাবান, তারিখ
B) আরবি : জানলা, কলম, খাজনা
C) ফারসি : দোকান, গোলাপ, কাগজ
D) ফরাসি : কুপন, বিস্কুট, রেস্তোরাঁ
48. নীচের কোনটি দেশি শব্দ নয়
A) দড়ি B) পোকা
C) ঘর D) ঘোড়া
49. কোনটি সঠিক নয় ?
A) স্রোতঃ + পথ = স্রোতঃপথ
B) অন্তঃ + পুর = অন্তঃপুর
C) অতঃ + এব = অতঃএব
D) শিরঃ + পীড়া = শিরঃপীড়া
50. নীচের কোনটি পরাগত সমীভবনের উদাহরণ
A) চন্দন>চন্নন B) গলদা>গল্লা
C) গল্প>গপ্প D) বিশ্রী>বিচ্ছিরি
www.banglasahayak.com