অশুদ্ধি সংশোধন| বাক্য গঠনগত ভুল |Primary TET

অশুদ্ধি সংশোধন :

           শুদ্ধ

         ুদ্ধ

আকন্ঠ পর্যন্ত খেয়েছি

আকণ্ঠ খেয়েছি

 অথবা কণ্ঠ পর্যন্ত
খেয়েছি

কেবলমাত্র শিশুরা বসবে

কেবল শিশুরা বসবে

সব পশুরা তৃণভোজী

সব পশু তৃণভোজী

অথবা পশুরা তৃণভোজী

সবিনয়  পূর্বক নিবেদন

সবিনয় নিবেদন

খাঁটি গোরুর দুধ

গোরুর খাঁটি দুধ

টাটকা নদীর মাছ

নদীর টাটকা মাছ

পাকা পাকা সাহাদের গাছের আম

সাহাদের গাছের পাকা াকা আম

নতুন বাঙালির কাঁসার দোকান

বাঙালির নতুন কাঁসার দোকান

দমকে দমকে রামবাবুর কাশি আসছে

রামবাবুর কাশি দমকে দমকে আসছে

লোকটি গান গাহিতে গাহিতে চলল

লোকটি গান গাইতে গাতে চলল

সে হাসতে হাসতে কহিল

সে হাসিতে হাসিতে কহিল

ঘাসভোজী পশুরা বিপন্ন হইল

তৃণভোজী পশুরা বিপন্ন হইল

মোর সাথে চলে আয়

আমার ঙ্গে লে

তিনি মামলায় সাক্ষী দিলেন

তিনি  মামলায় সাক্ষ্য দিলেন

প্রবেশ নিষেধ

প্রবেশ নিষিদ্ধ

সময় সংক্ষেপ

সময়  সংক্ষিপ্ত

তার কথা প্রমাণ হয়েছে

তার কথা প্রমাণিত হয়েছে

দেবতা অন্তর্ধান হলেন

দেবতা   ন্তর্হিত   লেন

সন্তোষ
হওয়া

সন্তুষ্ট  ওয়া

ব্যথায় কনকন করছে

ব্যথায়  নটন রছে

যেখানে চোরের ভয়, সেখানে সন্ধ্যা হয়

যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়

সে আশৈশব হইতে কাব্যানুরাগী

সে আশৈশব  কাব্যানুরাগী

অথবা    সে ৈশব ইতে াব্যানুরাগী

সে  আজন্ম থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে

সে  জন্ম থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে

বিষয়টি আমার আয়ত্তাধীন

বিষয়টি আমার আয়ত্তে

সব বালকেরা উপস্থিত আছে

বালকেরা উপস্থিত আছে

অথবা      বালক উপস্থিত আছে

লোকেরা মরা দাহ করিতে গেল

লোকেরা শব দাহ করিতে গেল

তাহার আকস্মিক দারিদ্রতা
অচিন্তনীয়

তাহার আকস্মিক দারিদ্র্যতা অচিন্তনীয়

অথবা     াহার কস্মিক রিদ্রতা চিন্তনীয়

তোমাকে শরবত দিয়ে গন্ধরাজ লেবু
খাওয়াব

তোমাকে গন্ধরাজ লেবু  িয়ে রবত খাওয়াব

আরোগ্যলাভ হওয়া

আরোগ্যলাভ করা

বিদায়
হওয়া

বিদায় লওয়া

মামাবাড়ি

মামার বাড়ি

মাগুর মাছের প্রান

কই মাছের প্রায়

চোখে হলদে ফুল দেখা

চোখে সরষে ফুল দেখা

গড্ডালিকা প্রবাহ

গড্ডলিকা প্রবাহ

ষষ্ঠদশ অধ্যায়

ষোড়শ অধ্যায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top