কর্ভাস | প্রোফেসর শঙ্কুর ডায়রি
1. ‘ভূমিকম্প, ভূমিকম্প’ বলে চেঁচিয়ে উঠেছিল
A) ময়না
B) কাক
C) প্রহ্লাদ
D) কর্ভাস
2. নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় যে পাখি
A) ম্যালি-ফাউল
B) গ্রিব
C) হর্নবিল
D) অস্ট্রিচ
3. কর্ভাসের ট্রেনিং এর সময়
A) সকাল ছ’টা থেকে সাতটা
B) সকাল সাতটা থেকে আটটা
C) সকাল আটটা থেকে ন’টা
D) সকাল ন’টা থেকে দশটা
4. চিলিয়ান জাদুকর আর্গাস সম্পর্কে নীচের কোন মন্তব্যটি সঠিক নয়
A) আর্গাসের চশমার পাওয়ার ছিল মাইনাস কুড়ি
B) ইনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন
C) আর্গাস তেইশ বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে
D) আর্গাসের পঞ্চাশ কামরাবিশিষ্ট প্রাসাদ, ছাব্বিশজন চাকর এবং চারটি ক্যাডিলাক গাড়ি আছে
5. প্রোফেসর শঙ্কু হোটেলের কত নম্বর ঘরে ছিলেন ?
A) একাত্তর নম্বর
B) একশো সাত নম্বর
C) একাশি নম্বর
D) একশো এগারো নম্বর
6. মাটিতে হাঁটু গেড়ে বসে কে মেরিমাতার নাম জপ করতে শুরু করেছিল ?
A) গ্রেনফেল
B) কোভারুবিয়াস
C) কারেরাস
D) গাড়ির ড্রাইভার
7. “ম্যাজিশিয়ান জাতটা আমাকে বড্ড আনকামফরটেবল করে তোলে।” – এ কথা বলেছেন
A) গ্রেনফেল
B) কোভারুবিয়াস
C) কারেরাস
D) প্রোফেসর শঙ্কু
8. কর্ভাসের জন্য আর্গাস কত মূল্য দিতে চেয়েছিল ?
A) সাত হাজার এসকুডো
B) আট হাজার এসকুডো
C) দশ হাজার এসকুডো
D) পনেরো হাজার এসকুডো
9. সানতিয়াগোর কোন সংবাদপত্রে কর্ভাসের খবর বেরিয়েছিল?
A) টাইমস অব লন্ডন
B) টাইমস অব ইন্ডিয়া
C) টাইমস অব সানতিয়াগো
C) কোরিয়েরে দেল সানতিয়াগো
10. কর্ভাস কাক জাতীয় পাখির
A) গ্রিক নাম
B) ল্যাটিন নাম
C) স্প্যানিশ নাম
D) চিলিয়ান নাম
11. আর্গাস ছাড়া সানতিয়াগোতে আর কার সিলভার ক্যাডিলাক গাড়ি ছিল?
A) কোভারুবিয়াসের
B) গ্রেনফেলের
C) কারেরাসের
D) ব্যাংকার গালদামেসের
12. পক্ষিবিজ্ঞানীদের কনফারেন্স এর চেয়ারম্যান ছিলেন?
A) গ্রেনফিল
B) কারেরাস
C) কোভারুবিয়াস
D) আর্গাস
13. ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর বাড়িতে যে পোষা পাখি ছিল তা হলো
A) কাক
B) ময়না
C) টিয়া
D) কাকাতুয়া
14. কোন পর্বত শ্রেণি চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়েছিল?
A) কাঞ্চনজঙ্গা
B) সুলিটেলমা
C) আন্ডিজ
D) রকি
15. ম্যালি ফাউল ডিম ফুটে বাচ্চা বেরোনোর জন্য তাদের বাসার ভিতরে তাপমাত্রা কত রাখে?
A) সত্তর ডিগ্রি ফারেনহাইট
B) আটাত্তর ডিগ্রি ফারেনহাইট
C) পঁঁচাত্তর ডিগ্রি ফারেনহাইট
D) আশি ডিগ্রি ফারেনহাইট
16. জাদুকর আর্গাস সম্পর্কে নীচের কোন তথ্যটি সঠিক নয় ?
A) আর্গাস ছিলেন একজন বিখ্যাত চিলিয়ান জাদুকর
B) আর্গাসের নাক ছিল টিয়া পাখির মতো
C) আর্গাস লম্বায় সাড়ে পাঁচ ফুট ছিল
D) আর্গাসের চোখে মাইনাস কুড়ি পাওয়ারের চশমা ছিল
17. প্রোফেসর শঙ্কু তার কর্ভাসকে নিয়ে যে দেশে পক্ষি সন্মেলনে গিয়েছিল?
A) চীন দেশে
B) নরওয়ে দেশে
C) চিলি দেশে
D) ডেনমার্ক দেশে
18. “কর্ভাস” গল্পে প্রোফেসর শঙ্কুর তৈরি পাখি-পড়ানো যন্ত্রটির নাম
A) অরনিথন
B) রিমেমব্রেন
C) সমলোলিন
D) অথনিরণ
19. পনেরো হাজার টাকা = কত এসকুডো ?
A) পাঁচ হাজার এসকুডো
B) দশ হাজার এসকুডো
C) বিশ হাজার এসকুডো
D) বারো হাজার এসকুডো
20. কর্ভাস প্রথম প্রকাশিত হয়
A) আনন্দমেলা, ১৩৭৯
B) সন্দেশ, ১৩৬৮
C) আনন্দমেলা, ১৩৬৮
D) সন্দেশ, ১৩৭১
21. প্রফেসর শঙ্কু পোষা ময়নাটিকে কতগুলি বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন?
উত্তর : একশোর ওপর।
22. অস্ট্রেলিয়াতে কোন পাখি মাটিতে বাসা করে থাকে?
উত্তর : ম্যালি ফাউল।
23. ম্যালি ফাউলের বাসার ভেতরের তাপমাত্রা কত থাকে?
উত্তর : ৭৮ ডিগ্রী ফারেনহাইট।
24. কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায়?
উত্তর : গ্রিব নামক পাখি।
25. দিকনির্ণয় ক্ষমতা রয়েছে কোন পাখির?
উত্তর : যাযাবর পাখি।
26. “সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে প্রোফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছে।”―কোন পাখি?
উত্তর : একটি সাধারণ কাক।
27. কত তারিখ শঙ্কুর ‘অরনিথন’ যন্ত্র তৈরী শেষ হয়?
উত্তর : ২৭ শে সেপ্টেম্বর।
28. কর্ভাসের ট্রেনিং-এর সময় কখন?
উত্তর : সকাল ৮ টা থেকে ৯ টা।
29. “সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি।” ―প্রোফেসর শঙ্কু কোন সম্পর্কে?
উত্তর : পাখির মস্তিষ্কের বিষয়ে।
30. চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো কে দাঁড়িয়ে?
উত্তর : আন্দিজ পর্বতশ্রেণী।
31. চিলিয়ান জাদুকরটি কী নামে পরিচিত?
উত্তর : আর্গাস।
32. প্রফেসর শঙ্কুর ঘরে ঢোকার পর আর্গাসের কোটের পকেট থেকে কী দেখা যাচ্ছিল?
উত্তর : “কোরিয়েরে দেল সানতিয়াগো”―র সান্ধ্য সংস্করণ।
33. আর্গাসের চশমার পাওয়ার কত?
উত্তর : মাইনাস কুড়ি। (চশমাটি সোনা দিয়ে তৈরি)
34. শহরের পূর্ব প্রান্তে আর্গাসের কত কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে?
উত্তর : পঞ্চাশ কামরা।
35. আর্গাসের বাড়িতে কতজন চাকর?
উত্তর : ২৬ জন।
36. আর্গাসের কটা ক্যাডিলাক গাড়ি?
উত্তর : ৪ টি।
37. কর্ভাসের জন্য আর্গাস কত মূল্য দিতে রাজি ?
উত্তর : দশ হাজার এসকুডো।
38. দশ হাজার এসকুডো মানে কত টাকা ?
উত্তর : পনেরো হাজার।
39. আর্গাসের আসল নাম কী ?
উত্তর : দ্যেমিনগো বার্তেলেমে সারমিয়েনতো।
40. আর্গাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখতে আরম্ভ করেছে?
উত্তর : ১৯ বছর।
41. আর্গাস কত বছর বয়স থেকে পাখি নিয়ে ম্যাজিক দেখতে আরম্ভ করেছে?
উত্তর : ২৩ বছর।
42. কর্ভাস কোন গাছে বসেছিল ?
উত্তর : অ্যাকেসিয়া
43. আর্গাস সম্পর্কে যিনি খোঁজ খবর রাখেন
উত্তর : কারেরাস
44.
45.