ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা MCQ| ভাষা | একাদশ শ্রেণি |XI | প্রথম সেমেস্টার | 1st Semester| banglasahayak.com

 ভাষা

একাদশ শ্রেণি

প্রথম সেমেস্টার


ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা MCQ


ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা 


1. একই ভাষার মধ্যে আঞ্চলিক পৃথক রূপকে কী বলা হয় ?

A) মান্যভাষা

B) উপভাষা

C) সমাজ ভাষা

D) বিভাষা


2. বাংলা ভাষায় উপভাষার সংখ্যা

A) চারটি           

B) পাঁচটি         

C) ছয়টি    

D) সাতটি



3. কলকাতা ও ভাগীরথী-হুগলি নদীর আশপাশে যে উপভাষা প্রচলিত, তা হল

A) রাঢ়ী

B) বরেন্দ্রী

C) বঙ্গালী

D) কামরূপী



4. বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা

A) রাঢ়ী

B) বরেন্দ্রী

C) বঙ্গালী

D) কামরূপী


5. অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি 

A) রাঢ়ি       

B) বঙ্গালি        

C) বরেন্দ্রী      

D) কামরূপী



6. অপিনিহিতির ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষায় তা হল-

A) রাঢ়ী

B) বরেন্দ্রী

C) বঙ্গালী

D) কামরূপী


7. জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় প্রচলিত

A) রাঢ়ী উপভাষা

B) বঙ্গালী উপভাষা

C) বরেন্দ্রী উপভাষা

D) কামরূপী উপভাষা



8. কামরূপী উপভাষার অপর নাম

A) ভোজপুরি

B) মৈথিলি

C) রাজবংশি

D) বুন্দেলী



9. পুরুলিয়া এবং মেদিনীপুরের দক্ষিণ-পশ্চিম অংশে __________ উপভাষা প্রচলিত।

A) রাঢ়ী

B) বরেন্দ্রী

C) ঝাড়খণ্ডী

D) কামরূপী


10. ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেছেন

A) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

B) ড. সুকুমার সেন

C) ড. শহীদুল্লাহ

D) ড. নির্মল দাশ


11.  মানভূম, সিংভূম, ধলভূম অঞ্চলে প্রচলিত উপভাষা হল –

A) রাঢ়ী

B) বরেন্দ্রী

C) ঝাড়খণ্ডী

D) কামরূপী



12. একই উপভাষা যখন সমগ্র উপভাষা অঞ্চলে মান্যতা পায়, তখন তাকে বলে

A) শিষ্ট উপভাষা

B) মান্য উপভাষা

C) শিষ্ট চলিতভাষা

D) বিশিষ্ট উপভাষা



13. ‘সাধুভাষা’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B) রামমোহন রায়

C) রবীন্দ্রনাথ ঠাকুর

D) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার



14. ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থের লেখক 

A) কালীপ্রসন্ন সিংহ

B) প্রমথ চৌধুরী

C) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

D) প্যারীচাঁদ মিত্র


15. ‘হুতোম প্যাঁচার নকশা ‘গ্রন্থের লেখক –

A) কালীপ্রসন্ন সিংহ

B) প্রমথ চৌধুরী

C) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

D) প্যারীচাঁদ মিত্র


16. কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিতভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয়?

A) সমাচার দর্পণ

B) তত্ত্ববোধনী

C) বঙ্গদর্শন

D) সবুজপত্র


17.  তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতি

A) চলিত

B) শিষ্ট চলিত

C) সাধু

D) সাধু-চলিত মিশ্র


18.  মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে তা হল-

A) রাঢ়ী

B) বরেন্দ্রী

C) ঝাড়খণ্ডী

D) কামরূপী


19. মালদহ, দক্ষিণ দিনাজপুরে প্রচলিত উপভাষা

A) রাঢ়ী

B) বরেন্দ্রী

C) ঝাড়খণ্ডী

D) কামরূপী


20. একই আঞ্চলিক উপভাষা ব্যবহারকারী একই শ্রেণির মানুষের মধ্যে যখন ব্যক্তি অনুসারে ভাষা প্রয়োগে স্বাতন্ত্র্য দেখা যায়-তখন তাকে বলে

A) সমাজভাষা

B) বিভাষা

C) উপভাষাশৃঙ্খল

D) কোনোটিই নয়


1B,  2B,  3A,  4A,  5A,  

6C, 7D,  8C,  9C,  10B,  

11C,  12B, 13B, 14D, 15A, 

16D, 17C,  18A, 19B, 20B, 



0 thoughts on “ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা MCQ| ভাষা | একাদশ শ্রেণি |XI | প্রথম সেমেস্টার | 1st Semester| banglasahayak.com”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top