প্রোফেসর শঙ্কুর ডায়রি
স্বর্ণপর্ণী
1. “আজ আমার জন্মদিন।” প্রোফেসর শঙ্কুর জন্মদিন হলো
A) ১৬ জুন
B) ১৬ জুলাই
C) ১৬ সেপ্টেম্বর
D) ১৬ নভেম্বর
2. প্রোফেসর শঙ্কুর প্রথম ইনভেনশন
A) অ্যানাইহিলিন পিস্তল
B) মিরাকিউল
C) এয়ারকন্ডিশনিং পিল
D) অরনিথন
3. নিউটনের ২৪ বছর বেঁচে থাকার কারন —
A) প্রোফেসরের শঙ্কুর তৈরি ওষুধ ‘মিরাকিউরল’
B) প্রোফেসরের শঙ্কুর তৈরি ওষুধ ‘মার্জারিন’
C) প্রোফেসর শঙ্কুর তৈরি ওষুধ ‘সমলোনিন’
D) প্রোফেসর শঙ্কুর তৈরি ওষুধ ‘এয়াকন্ডিশনিং পিল’
4. প্রোফেসর শঙ্কুর আবিস্কৃত ‘আনাইহিলন পিস্তল’ এর বিশেষত্ব হলো
A) এটি শত্রুকে নিহত করে, কিন্তু রক্তপাত ঘটায় না
B) এটি শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে দেয়
C) এটি শত্রুর রক্তপাত ঘটায়,কিন্তু নিহত করে না
D) এটি শত্রুকে অজ্ঞান করে দেয়
5. ” আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন, লোকে বলত ধন্বন্তরি।”–কার কথা বলা হয়েছে ?
A) ডাঃ সর্বাধিকারী
B) টিকড়ীবাবা
C) ত্রিপুরেশ্বর শঙ্কু
D) ত্রিলোকেশ্বর শঙ্কু
6. প্রোফেসর শঙ্কুর বাবা যত বছর বয়সে মারা যান
A) পঞ্চাশ
B) বাহান্ন
C) পঞ্চান্ন
D) ষাট
7. কোন প্রাচীন গ্রন্থে ‘স্বর্নপর্ণী’ র উল্লেখ পাওয়া যায় ?
A) উপনিষদ
B) বেদ
C) মনুসংহিতা
D) চরকসংহিতা
8. শুদ্ধাশুদ্ধ নির্ণয় করুন
ক) প্রোফেসর শঙ্কু চোদ্দো বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন।
খ) প্রোফেসর শঙ্কু ষোলো বছর বয়সে আই.এস-সি পাশ করেন।
গ) প্রোফেসর শঙ্কু আঠারো বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে অর্নাস নিয়ে বি.এস.সি পাশ করেছিলেন
ঘ) প্রোফেসর শঙ্কু বিশ বছর বয়সে স্কটিশচার্চ কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন
A) শুদ্ধ,অশুদ্ধ,শুদ্ধ,শুদ্ধ
B) শুদ্ধ,শুদ্ধ, অশুদ্ধ,শুদ্ধ
C) শুদ্ধ,শুদ্ধ,অশুদ্ধ,অশুদ্ধ
D) শুদ্ধ,শুদ্ধ,শুদ্ধ,অশুদ্ধ
9. প্রোফেসর শঙ্কু তাঁর কত বছরের জন্মদিনে স্বর্নপর্নীর পাতা থেকে মিরাকিউরল বড়ি তৈরি করেন ?
A) ৪০ তম বছরের
B) ৩৫ তম বছরের
C) ৩০ তম বছরের
D) ২৫ তম বছরের
10. লন্ডনের হ্যাম্পস্টেডে প্রোফেসর শঙ্কু কোন খ্যাতিসম্পন্ন কবির বাড়ি দেখতে গিয়েছিলেন ?
A) কবি কিটস
B) কবি ইয়েটস
C) কবি শেলি
D) কবি ওয়ার্ডসওয়ার্থ
11. শুদ্ধাশুদ্ধ নির্নয় করুন
ক) জেরেমি সন্ডার্স কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে পাশ করেন
খ) সন্ডার্সের স্ত্রীর নাম ডরথি
গ) সন্ডার্সের লিভারে ক্যানসার ধরা পড়েছিল
ঘ) প্রোফেসর শঙ্কু দশটা মিরাকিউরলের বড়ি এয়ারমেলে সন্ডার্সের নামে পাঠিয়েছিল
A) অশুদ্ধ,শুদ্ধ,অশুদ্ধ,শুদ্ধ
B) অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
C) শুদ্ধ,অশুদ্ধ,শুদ্ধ,অশুদ্ধ
D) অশুদ্ধ,শুদ্ধ,শুদ্ধ,শুদ্ধ
12. হাইনরিখ স্টাইনার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
A) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
B) বার্লিন বিশ্ববিদ্যালয়
C) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
D) পিসা বিশ্ববিদ্যালয়
13. শুদ্ধাশুদ্ধ নির্নয় করুন
ক) ডরথি অক্সফোর্ডের ছাত্রী, অর্থনীতিতে গ্রাজুয়েট
খ) হাইনরিখ স্টাইনার বার্লিন বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক ছিলেন
গ) সন্ডার্স ও ডরথি দুজনেই কিংস কলেজ থেকে পাশ করেছে
ঘ) প্রোফেসর শঙ্কু মারমেড থিয়েটারে বার্নার্ড শ-র পিগম্যালিয়ন নাটক দেখেছিলেন
A) অশুদ্ধ,শুদ্ধ,অশুদ্ধ,শুদ্ধ
B) অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
C) শুদ্ধ,অশুদ্ধ,শুদ্ধ,অশুদ্ধ
D) অশুদ্ধ,অশুদ্ধ,শুদ্ধ,শুদ্ধ
14. পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহর বলতে কোন শহরের কথা বলা হয়েছে?
A) লন্ডন
B) বার্লিন
C) ওয়াশিংটন
D) নিউইয়র্ক
15. হের গোয়রিং এর দেহের ওজন ছিল
A) একশো কুড়ি কিলো
B) একশো পঞ্চাশ কিলো
C) একশো সত্তর কিলো
D) একশো আশি কিলো
16. গোয়ারিংকে দিনে কতবার শার্ট বদলাতে হয় ?
A) ৭ বার
B) ৮ বার
C) ৯ বার
D) ১০ বার
17. প্রোফেসর শঙ্কুর বাগানে মালির অধ্যবসায়ের ফলে কতগুলি স্বর্ণপর্ণীর গাছ শোভা পাচ্ছে ?
A) ১০ টি
B) ১১ টি
C) ১২ টি
D) ১৩ টি
18. প্রোফেসর শঙ্কু কতগুলি মিরাকিউরলের বড়ি লন্ডনে নিয়ে এসেছিলেন ?
A) ২৪ টি
B) ২৮ টি
C) ৩২ টি
D) ৩৪ টি
19. নীচের কোন তথ্যটি সঠিক নয়
A) ত্রিপুরেশ্বর শঙ্কু হার্টব্লক রোগে মারা যান
B) নরবার্ট-এর বোনের নাম লেনি
C) গেস্টাপো হলেন জার্মানির গুপ্ত পুলিশ
D) কারিন ছিল গোয়রিং এর দ্বিতীয় স্ত্রীর নাম
20. ‘স্বর্ণপর্ণী’ প্রকাশিত হয়
A) আনন্দমেলা, ১৩৯৭
B) সন্দেশ, ১৩৬৮
C) আনন্দমেলা, ১৩৬৮
D) সন্দেশ, ১৩৭১
21. প্রোফেসর শঙ্কুর জন্মদিন কবে ?
উত্তর : ১৬ জুন।
22. নিউটনের ২৪ বছর বেঁচে থাকার রহস্যটি কী ?
উত্তর : প্রোফেসর শঙ্কুর তৈরী ওষুধ মার্জারিন।
23. “আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরী করছিলাম।”― তালিকাটি কী ?
উত্তর : ১.মিরাকউরল বা সর্বরোগনাশক বড়ি
২.অ্যানাইহিলিন পিস্তল
৩. এয়ারকণ্ডিশনিং পিল
৪. রিমেমব্রেন
৫. সমনোলিন
৬. লুমিনিম্যাক্স
৭. লিঙ্গুয়াগ্রাফ
৮ অর্নিথিন ইত্যাদি।
24. প্রোফেসর শঙ্কুর বাবার নাম কী ?
উত্তর : ত্রিপুরেশ্বর শঙ্কু।
25. ত্রিপুরেশ্বর শঙ্কু পেশায় কী ছিলেন ?
উত্তর : চিকিৎসক।
26. প্রোফেসর শঙ্কু কত বছর বয়সে ম্যাট্রিক পাস করেন?
উত্তর : ১২ বছর বয়সে।
27. ত্রিপুরেশ্বর শঙ্কুর কোন রোগে মারা যান ?
উত্তর : হার্টব্লক।
28. স্বর্ণপর্ণীকে টিকড়িবাবা কী বলতেন ?
উত্তর :সোনেপত্তী।
29. সোনেপত্তীর নাম কোথায় পাওয়া গেছে?
উত্তর : চরকসংহিতায়।
30. স্বর্ণপর্ণী কোথায় আছে?
উত্তর : কসৌলি।
31. গিরিডিবাসী উকিলের নাম কী ?
উত্তর : জয়গোপাল মিত্র।
32. সন্ডার্স-এর স্ত্রীর নাম কী ?
উত্তর : ডরথি।
33. প্রোফেসর শঙ্কুর বাগানে মালির অধ্যবসায়ের ফলে কতগুলো স্বর্ণপর্ণী শোভা পাচ্ছে?
উত্তর : ১১ টি।
34. প্রোফেসর শঙ্কু সন্ডার্সের জন্য কতগুলি মিরাকিউরলের বড়ি পাঠিয়েছিলেন ?
উত্তর : ১০ টি
35. প্রোফেসর শঙ্কু কতগুলি মিরাকিউরলের বড়ি লন্ডনে নিয়ে এসেছিলেন ?
উত্তর : ২৪ টি
36. সন্ডার্স-এর বাবার নাম কী ?
উত্তর : জনাথ্যান সন্ডার্স।
37. ‘ডিনার’ কে সন্ডার্স কী বলে ?
উত্তর : সাপার।
38. ডরথি কী বিষয়ে কোথাকার ছাত্রী?
উত্তর : কেমব্রিজ, অর্থনীতিতে গ্রাজুয়েট।
39. হ্যাম্পস্টেড হিথ থেকে কবি কিটসের বাড়ির দূরত্ব কত?
উত্তর : ১০ মিনিটের হাঁটা পথ।
40. সন্ডার্সের ক্যানসারের চিকিৎসক কে ছিলেন ?
উত্তর : ডাঃ কানিংহাম
41. মারমেড থিয়েটারে কার কোন নাটক দেখার কথা আছে?
উত্তর : বার্নার্ড শ-র ‘পিগম্যালিয়ন’ নাটক।
42. নরবার্ট স্টেইনারের পিতার নাম কী ?
উত্তর : হাইনরিখ স্টেইনার।
43. নরবার্ট-এর বোনের নাম কী ?
উত্তর : লেনি
44. হাইনরিখ স্টাইনার কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের অধ্যাপক ছিলেন ?
উত্তর : বার্লিন, সংস্কৃত
45. হাইনরিখ স্টেইনার কতবার ভারতবর্ষে এসেছেন?
উত্তর : ৭ বার।
46. প্রোফেসর শঙ্কুর উচ্চতা কত?
উত্তর : ৫ ফিট ৭ ইঞ্চি।
47. হের গোয়ারিং-এর ওজন কত ?
উত্তর : ১৭০ কিলো।
48. গোয়ারিংকে দিনে কতবার শার্ট বদলাতে হয়?
উত্তর : ৮ বার।
49. সন্ডার্স মিরাকউরলের জায়গায় কোন বড়ি ভরে দিয়েছিল?
উত্তর : সেকোন্যালের বড়ি।
50. সেকোন্যালের বড়ি একসঙ্গে ৪ টা খেলে কত মিনিটের মধ্যে নিদ্রা অবধারিত?
উত্তর : ১০ মিনিট।